স্পোর্টস ডেস্ক, আগরতলা,।।
এশিয়া কাপে পাকিস্তানকে ক্লাব স্তরে নামিয়ে বড় জয় পেলো ভারত। সামরিক যুদ্ধে “অপারেশন সিঁদুর” ভেঙ্গে দিয়েছিল পাকিস্তানের হাড়গুড়। এবার দুবাইয়ে ২২ গজে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত।
এশিয়া কাপে হাই – ভোল্টেজ ম্যাচে পাকিস্তান টসে জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের বোলিং আক্রমণের সামনে খুঁড়াতে খুঁড়াতে কোনো রকমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে।
ভারত পাল্টা ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনে। শেষ পর্যন্ত ১৫.৫ বলে তিন উইকেট হারিয়ে সূর্য কুমারের ভারত পৌঁছে যায় জয়ের কাঙ্খিত লক্ষ্য। তুলে নেয় জয়ের প্রয়োজনীয় ১৩১ রান।
