স্পোর্টস ডেস্ক,২০ মার্চ।।
গঠিত হলো খো খো দল। পূর্বোত্তর জুনিয়র বালক ও বালিকাদের পাশাপাশি ৫৭ তম জাতীয় সিনিয়র খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অসমের তিনসুকিয়ায়। ২৪-২৬ মার্চ হবে আসর। তাতে অংশ নিতে বৃহস্পতিবার উমাকান্ত আকাদেমির সামনে খো খো মাঠে হয় নির্বাচনী শিবির। ওই শিবির থেকে দুটি আসরের জন্য শক্তিশালী ত্রিপুরা দল ঘোষনা করা হয়। জুনিয়র বালক বিভাগে নির্বাচিত খেলোয়াড়রা হলেন: শনি তঁাতি, প্রীতম দাস, রাজবীর দেব, মন্দেশ যাদব, সুরজিৎ দাস, প্রদীপ বনিক, প্রীতম দাস, শুভজিৎ দাস, দেবাশিষ সাহা, রূপজিৎ দেবনাথ, শান দেববর্মা, সন্দীপ দেববর্মা,শ্রাবণ কুমার যাদব, সাগর দাস, শাহয়াল দেবনাথ, সুজিৎ ঘোষ এবং রোশন দেববর্মা। বালিকা বিভাগে নির্বাচিত খেলোয়াড়রা হলেন স্নেহা দেবনাথ, রিয়া দাস, অপর্ণা বেগম, অঞ্জলী মগ, পূজা দত্ত, আয়ানা বেগম, অর্পিতা দাস, দিয়া দাস, পায়েল মগ, ঋদমিতা দাস, পূজা দেবনাথ, সুপ্রিয়া দে, পপি ঘোষ, সোনালি ভর ও পাপিয়া ধর। সিনিয়র পুরুষ বিভাগে নির্বাচিত খেলোয়াড়রা হলেন: অমৃত ঘোষ,সামিম আলি, পাপ্পু রুদ্রপাল, সাগর মিঁয়া,রাবন ত্রিপুরা, রাহুল দেবনাথ, প্রদীপ দাস, প্রকাশ দিন্দা, তপন দে, বিনয় দেববর্মা, সাগর বিশ্বাস, দীপঙ্কর দাস, প্রদীপ দাস, পিন্টুই সরকার এবং অভিজিৎ নম:। সিনিয়র মহিলা বিভাগের নির্বাচিত খেলোয়াড়রা হলেন: নিইকতা দাস, রেহেনা বেগম, প্রীয়া আচার্য, পূজা দেবনাথ, নন্দিতা সাহা, রূমা পাল, পিঙ্কি ঘোষ, দিপীকা দেবনাথ,দিপ্তী দাস, প্রীতি দেবনাথ, জিনিয়াস চন্দ, বিউটি দেবনাথ, প্রীয়া দেবনাথ, রূপালি শুক্ল দাস এবং লক্ষ্মী ঘোষ।
#tripura #sports #kho #kho #JM