স্পোটস ডেস্ক,২০ ডিসেম্বর।।
             রাজ্যের সর্ব কালের সেরা অলরাউন্ডার মণি শঙ্কর মুড়া সিং ইস্যুতে রাজ্য সরকার, ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। আইপিএলে ক্লাব না পাওয়া মনি শঙ্করকে টিটিএএডিসি- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে নতুন বার্তা দিয়েছেন তিনি । এবার মনি শঙ্করকে সামনে রেখে এডিসি এলাকায় ক্রিকেট একাডেমি গড়ার পরিকল্পনা নিয়েছেন প্রদ্যুৎ।


ক্রিকেট একাডেমির খরচ বহন করবেন প্রদ্যুৎ নিজেই। এই সংক্রান্ত বিষয়ে মণি শঙ্কর মুড়া সিংয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠক করেছেন তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। প্রদ্যুৎ কিশোরের এই চালে ক্রীড়া ক্ষেত্রে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ও ক্রীড়া দপ্তরের টিআরপি’তে। বলেছেন রাজ্যের ক্রিকেট বিশ্লেষকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *