#Ranji #Trophy #Tripura #Baroda# Match #Janatar Mashal।

এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে বরোদা ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করে।


সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক মন্দীপ সিং সফররত দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক তা শুরুতেই প্রমান করেন স্পিডস্টার অভিজিৎ সরকার। দলীয় ৪ রানের মধ্যে অভিজিৎ তুলে নেন শিবলিক শর্মা (‌১) এবং শ্বশাত রাওয়াত (‌২)কে।

ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
          প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় স্কোরের দিকে সফররত বরোদা। প্রথম দিনের শেষে এমনই ইঙ্গিত দিলেন ক্রুনাল পান্ডিয়ার বরোদা দল। দলকে কার্যত একাই টেনে নিয়ে যাচ্ছেন এ শেঠ। প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ৭৪ রানে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই শেঠকে প্যাভেলিয়নে ফিরাতে না পারলে ঘরের মাঠে সমস্যায় পড়তে হবে রাজ্যদলকে। রণজি ট্রপি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে বরোদা ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃষ্টির ফলে মাঠের আউট ফিল্ড কিছুটা ভিজে যায়। ফলে এদিন মধ্যান্নভোজের পর খেলা শুরু হয়। সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক মন্দীপ সিং সফররত দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।

।।বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ের পর।।

চাপের মুখে ওপেনার জশ কিরাত সিংয়ের সঙ্গে রুখে দাড়ান এ শেঠ।

অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক তা শুরুতেই প্রমান করেন স্পিডস্টার অভিজিৎ সরকার। দলীয় ৪ রানের মধ্যে অভিজিৎ তুলে নেন শিবলিক শর্মা (‌১) এবং শ্বশাত রাওয়াত (‌২)কে। চাপের মুখে ওপেনার জশ কিরাত সিংয়ের সঙ্গে রুখে দাড়ান এ শেঠ। প্রাথমিক জড়তা কাটিয়ে দুজনই দলকে টেনে তুলতে থাকেন। ওই জুটি ১৯৫ বল খেলে ১০৭ রান যোগ করেন। দুর্ভাগ্য জশকিরাতের। দুরন্ত ব্যাট করলেও অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। ১২৫ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে তেজশ্বী জশোয়ালের বলে উইকেট রক্ষক এস শরথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জশ কিরাত।

।।বিজ্ঞাপন।।

ত্রিপুরা – বরোদা ম্যাচের আকর্ষণ দলনায়ক ক্রুনাল পান্ডিয়া।ক্রুনাল ইন্ডিয়া খেলেছেন। আইপিএল – র নিয়মিত ক্রিকেটার।

এরপর বিষ্ণু সোলাঙ্কিকে (‌৫) দ্রুত প্যাভেলিয়নে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট দখল করেন অভিজিৎ সরকার। এরপর শেঠের সঙ্গে রুখে দাড়ান দলনায়ক ক্রুনাল পান্ডিয়া। ওই জুটি দিনের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে যান। বরোদা প্রথম দিনে ৫১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করে। শেঠ ১২০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে এবং পান্ডিয়া ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার ৫২ রানে ৩ টি এবং তেজশ্বী জশোয়াল ২০ রানে ১ টি উইকেট দখল করেন। বৃহস্পতিবার সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে না পারেন তাহলে ত্রিপুরার ঘাড়ে রানের বোঝা চাপাবে বরোদা। এদিকে বরোদার বিরুদ্ধে ম্যাচে ত্রিপুরা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। রাণা দত্ত-‌র পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন বিক্রম দেবনাথ।  ‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *