ডেস্ক রিপোর্টার, ৯ মার্চ।।
মরু শহর দুবাইয়ে কিউজদের পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি দখল করলো ভারত।রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে টসে জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে প্রথম থেকেই কিউজ ব্যটাররা ২২- গজে বিশেষ সুবিধা করতে পারেনি।ধারাবাহিক ভাবেই একের পর এক কিউজ ব্যাটসম্যানরা ফিরে যান প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৫১ রান করে।দলের পক্ষে সর্বাধিক রান করেন ডারিল মিচেল ৬৩। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ৫৩ রান করেন। মইকেল মাঠ ছাড়েন অপরাজিত থেকে।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে নিয়ন্ত্রিত রবীন্দ্র জাদেজা ৷ ১০ওভারে ৩০ রানে নেন একটি উইকেট ৷ দু’টি করে উইকেট দখল করেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। তাছাড়া মোহাম্মদ শামী ও অক্ষয় প্যাটেল একটি করে উইকেট দখল করেন।
ভারতের সামনে জয়ের লক্ষ্য মাত্রা ডেরায় ২৫২। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ৪৯ ওভারেই ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক রোহিত শর্মার দুর্ধর্ষ অর্ধ শতরান (৭৬), শ্রেয়স আইয়ার (৪৮) ও কেএল রাহুলের (৩৪) পারফরমেন্সের উপর ভর করে ভারত পৌঁছে যায় জয়ের দৌড় গোড়ায়।শেষে বাউন্ডারি হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
#India# NewZealand #Champions#Trophy#Janatar#Mashal