স্পোর্টস ডেস্ক,২৭ সেপ্টেম্বর।।
            চন্ডিগড়ে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে  ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। পরাজিত করলো স্বাগতিক চন্ডিগড়কে। এই জয়ের সুবাদে ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইলেন ঋজু সাহা-‌রা। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালের খেলা ছাড়পত্র অর্জন করে নেবে ত্রিপুরা। ২৯ সেপ্টেম্বর হবে গ্রুপের শেষ ম্যাচ।
        শনিবার পাঞ্জাবের পিসিএ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে আট উইকেটে। ত্রিপুরার তামান্না নিগম ৭৬ রান এবং দল নায়িকা ঋজু সাহা ৪২ রান করেন। প্রথম ম্যাচে লড়াই করলেও ২৭ রানে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়িকা ঋজু সাহা প্রথমে বিপক্ষ দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণে চন্ডিগড় ১৩৪ রান করতে সক্ষম হয় তিন উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে। দলের পক্ষে পলক রানা ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, তানিয়া ভাটিয়া ৩০ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, মনিকা পান্ডে কুড়ি বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, পারুসি প্রভাকর ৩২ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরার পক্ষে রোহিনী মানে, অন্নপূর্ণা দাস এবং তামান্না নিগম একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ৮ বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ১৪ রানে মৌচৈতি দেবনাথ এবং অম্বিকা দেবনাথকে হারানোর পর ত্রিপুরার হয়ে রুখে দাঁড়ান তামান্না নিগম এবং ঋজু সাহা। এই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। প্রতিপক্ষ দলের অধিনায়িকা তাঁর বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়েও ত্রিপুরার এই জুটি ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ত্রিপুরা। দলের পক্ষে তামান্না নিগম ৫৮ বল খেলে ১৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ছিয়াত্তর রানে এবং ঋজু সাহা ৪১ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *