ডেস্ক রিপোর্টার, ২৪ নভেম্বর।।
রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর। এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এডহক প্রমোশন প্রাপ্ত কর্মচারীদের সংশ্লিষ্ট পোষ্টকে রেগুলার হিসাবে বিবেচনা করা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সোমবার রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার ২০২১ সালে কর্মচারীদের এডহক প্রমোশন চালু করেছিলো। কিন্তু এই প্রমোশনের কোনো আর্থিক সুবিধা তারা পেতেন না। প্রমোশন পাওয়ার আগে যে পোস্টে ছিলেন, সেই পোস্টের সুবিধা পেতেন তারা। অর্থাৎ প্রমোশন প্রাপ্ত পদের সুবিধা থেকে বঞ্চিত হতেন।এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এডহক হিসাবে প্রমোশন পাওয়া পোস্ট গুলিও রেগুলার হবে।
তবে এই সংক্রান্ত বিষয় নিয়েও বাম সরকারের জামানায় সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। সবকিছু নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর। রাজ্য সরকারের পক্ষ থেকে এডহক পোস্ট গুলিকে রেগুলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কোনো বাধা বিপত্তি না থাকলে ২০২১ সাল থেকে কর্মচারীদের এই সুবিধা লাগু হবে। এই সময়ে এডহক প্রমোশন পেয়ে যারা অবসরে গিয়েছেন, তারাও এই সুবিধা পাবে। এখন পর্যন্ত রাজ্যে এডহক প্রমোশন প্রাপ্ত কর্মচারীদের সংখ্যা ১৩ হাজার ৮২ জন বলেও মন্ত্রী জানিয়েছেন।

