স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরার একটি শীর্ষ স্থানীয় গয়নার ব্র্যান্ড, যা তাদের নৈপুণ্য, মানসম্পন্ন গয়নাও গ্রাহক আস্থার জন্য সুপরিচিত। রাজ্যের একাধিক শাখায় উপস্থিত এই প্রতিষ্ঠান সোনা ও হীরার গয়নার নিত্য নতুন ডিজাইন নিয়ে প্রতিটি উৎসবকে করে তোলে আরও উজ্জ্বল ও বিশেষ।

আগরতলা, ১০ অক্টোবর ২০২৫
                    ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের বহু প্রতীক্ষিত উৎসব অফার “ধনতেরাস ধনসমৃদ্ধি “ঘোষণা করে। এই বিশেষ অফার আগামী ১৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব শাখায় চলবে। যেখানে থাকছে নানা আকর্ষণীয় ছাড়, লাকি ড্র এবং এক্সক্লুসিভ পুরস্কার।
       প্রতিষ্ঠাতা  গোপাল চন্দ্র নাগ ধনতেরাস ও দীপাবলির শুভক্ষণে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “স্বর্ণকমল জুয়েলার্স রাজ্যের প্রতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসে অভিভূত। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আমাদের নতুন শাখার উদ্বোধনে ত্রিপুরাবাসীর যে ভালোবাসা দিয়েছে, তা আমাদের কাজের অনুপ্রেরণা জোগায়। ত্রিপুরার মানুষের উৎসব-আনন্দে আমাদের অন্তর্ভুক্ত করার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”


সংস্থার পরিচালক জয় নাগ উৎসব অফার সম্পর্কিত বিস্তারিত জানাতে গিয়ে বলেন, “স্বর্ণকমল জুয়েলার্স সব সময় গ্রাহকদের সর্বোচ্চ মূল্য সাশ্রয়ী সুবিধা দেওয়ার চেষ্টা করে। আমরা নির্দিষ্ট টাকার পরিবর্তে শতাংশ ভিত্তিক মেকিং চার্জে ছাড় দিয়ে থাকি। তাতে সোনার দামের বৃদ্ধি হলে গ্রাহকের ছাড়ও অনুপাতে বেড়ে যায়। আমাদের “ধনতেরাসধনসমৃদ্ধি’ অফার ও লাকি ড্র-গুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রত্যেক গ্রাহক প্রকৃত অর্থেই সর্বোচ্চ সাশ্রয় পান।”
জয় নাগের বক্তব্য, ১৩ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং অফার চলবে, যেখানে গ্রাহকেরা ২৭% মেকিং চার্জে ছাড় (প্রতি গ্রামে প্রায় ৫৯০ টাকা ছাড়)উপভোগ করতে পারবেন।

ধনতেরাসধনসমৃদ্ধি অফারের প্রধান আকর্ষণ (১৪-২৫ অক্টোবর):

# সোনার গয়নার মেকিং চার্জে ২৫% ছাড় (প্রায় ৫৪৫ টাকা প্রতি গ্রামে ছাড়)

#নির্বাচিত হীরের গয়নায় ১০০% মেকিং চার্জ ফ্রি।

#প্রতিটি ক্রয়ে নিশ্চিত উপহার।

নিম্ন লিখিত ক্রয়ে নিশ্চিত স্বর্ণমুদ্রা উপহার:( ২০ গ্রামের বেশি নতুন সোনার গয়না অথবা ৭৫,০০০ টাকার  বেশি দামের নতুন হীরার গয়না কেনাকাটায়)

# মেগা লাকি ড্র: ৪টি সোনার নেকলেস।

# দৈনিক লাকি ড্র: ৪টি সোনার কয়েন।

# বাম্পার লাকি ড্র: ৫টি হীরার আংটি (হীরের গয়না কেনাকাটায়)

# পুরনো সোনা সম্পূর্ণ মূল্যে নতুন গয়না কেনাকাটার সুযোগ

# উপভোগ করুন সবচেয়ে বড় ডায়মন্ড প্রদর্শনী।


কিনুন ও জিতুন-

শুধুমাত্র স্বর্ণকমল জুয়েলার্স থেকে কিনলে কিসনা হীরার গয়নায় ৬টি স্কুটি বা ও১টি গাড়ি জেতার সুযোগ।
   পরিচালক  দিবাকর নাগ সংবাদ মাধ্যমের সামনে স্বর্ণকমল জুয়েলার্সের নতুন সোনাও হীরার গয়না সংগ্রহ প্রদর্শন করেন এবং সবাইকে এই।উৎসবের সময় স্টোরে এসে “সবচেয়ে বড় ডায়মন্ড প্রদর্শনী” উপভোগ করার আমন্ত্রণ জানান। তিনি আরও জানান, কিসনা ডায়মন্ডস-এর শপঅ্যান্ডউইন” অফারের মাধ্যমে গ্রাহকেরা ৬টি স্কুটি  বা১টি গাড়ি জেতার সুযোগ পাবেন।
     তিনি অনুষ্ঠানের শেষে বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাই স্বর্ণকমল জুয়েলার্সের সঙ্গে এই।উৎসব উদযাপনে অংশ নিতে। আগাম ধনতেরাসও দীপাবলির আন্তরিক শুভেচ্ছার ইল।”

স্বর্ণকমল জুয়েলার্স সম্পর্কে:

স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরার একটি শীর্ষ স্থানীয় গয়নার ব্র্যান্ড, যা তাদের নৈপুণ্য, মানসম্পন্ন গয়নাও গ্রাহক আস্থার জন্য সুপরিচিত। রাজ্যের একাধিক শাখায় উপস্থিত এই প্রতিষ্ঠান সোনা ও হীরার গয়নার নিত্য নতুন ডিজাইন নিয়ে প্রতিটি উৎসবকে করে তোলে আরও উজ্জ্বল ও বিশেষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *