ডেস্ক রিপোর্টার,১৫ মার্চ।।
রাজ্যের হোটেল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করলো টাটা গ্রুপ। তারা আগরতলায় খুলবে পাঁচ তারা হোটেল। নতুন হোটেলের নাম হবে “তাজ পুষ্পবন্ত প্যালেস”। এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে টাটা গ্রুপ।রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে শুক্রবার মউ স্বাক্ষর করেছেন টাটার প্রতিনিধিরা।
মউ স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” এই চুক্তি রাজ্যের ট্যুরিজম ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করবে।সঙ্গে সম্বৃদ্ধি বাড়বে হোটেল শিল্পের।” মুখ্যমন্ত্রীর কথায়, হোটেল খোলার বিষয়ে এর আগে টাটা গ্রুপ দেশের কোনো রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করে নি।করেছে স্থানীয় রাজা – মহারাজাদের সঙ্গে । একমাত্র ত্রিপুরাতে টাটা গ্রুপ মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকারের সঙ্গে।

টাটা গ্রুপের নতুন হোটেল কোথায় হবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হোটেল হবে শহরের কুঞ্জবনস্থিত পুরানো রাজভবনে। রাজ্যের পুরানো রাজভবনের ঐতিহাসিক নাম “পুষ্পবন্ত ভবন”। টাটা গ্রুপ তার আগে “তাজ ” শব্দ ব্যবহার করবে। অর্থাৎ হোটেলের নাম হবে “তাজ পুষ্পবন্ত ভবন”। মুখ্যমন্ত্রী বলেছেন, হোটেল “তাজ পুষ্পবন্ত ভবন”- এ পাঁচটি এক্সক্লুসিভ রুম থাকবে।তাছাড়া থাকবে আরো একশ রুম। টাটা গ্রুপ রাজ্যের জনজাতি কৃষ্টি সংস্কৃতিকে মান্যতা দিয়েই তৈরি করবে হোটেলটি। রাজবাড়ীর আদলে হবে হোটেলের রুম। “পুষ্পবন্ত ভবন”- র ঐতিহাসিক ঐতিহ্যকে বজায় রেখেই গড়ে উঠবে হোটেল তাজ পুষ্পবন্ত ভবন। তার জন্য টাটা গ্রুপ ২৫০ কোটি টাকা লগ্নি করবে। রাজ্যের দুই শতাধিক ছেলেমেয়েদের কর্ম সংস্থান হবে।
আগামী তিন বছরের মধ্যে টাটা গ্রুপ তাদের হোটেল নির্মাণের কাজ শেষ করবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী তিন বছরের মধ্যে টাটা গ্রুপ তাদের হোটেল নির্মাণের কাজ শেষ করবে।তবে মুখ্যমন্ত্রী টাটা গ্রুপের কাছে দাবি রেখেছেন, আরো দ্রুত কাজ শেষ করার জন্য। মুখ্যমন্ত্রীর ভাষায়, পাঁচ তারা হোটেল নির্মাণ হলে আরও কদর বাড়বে রাজ্যের পর্যটন শিল্পের। উদয়পুর মাতা বাড়ি থেকে ওয়ার্ল্ড হেরিটেজ “ঊনকোটি”। ছবি মুড়া থেকে নীর মহল। প্রত্যেকটি ঐতিহাসিক স্থানের ইতিহাস ও প্রচার হবে দেশ – বিদেশে। এই হোটেল কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাড়বে বাণিজ্যিক ক্ষেত্রও । আর্থিক ভাবে লাভবান হবে এই রাজ্যের মানুষ।
#Tripura #Agartala #Hotel #Taj #Pushabanta palace#Tatagroup#MoU #JM