স্পোর্টস ডেস্ক, ৪মার্চ।।
মধুর প্রতিশোধ নিলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ২৩-র একদিনের বিশ্ব কাপ ক্রিকেটের পরাজয়ের জ্বালা মেটালো টিম ইন্ডিয়া।মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ৪উইকেটে পরাজিত করে রোহিত – বিরাটরা।ম্যাচের ১১বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত।
এদিন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৬৪ রান। ভারতের সামনে জয়ের লক্ষ্য মাত্রা দাঁড়ায় ২৬৫। ক্যাঙ্গারু দেশের পক্ষে সর্বাধিক রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ । তিনি ৯৬ বলে ৭৩ রান হাঁকান। এছাড়া অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৬১ রান করেন। ট্রাভিস হেড করেন ৩৯ রান। ভারতের পক্ষে মহম্মদ শামি তিনটি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি এবং হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট দখল করেন।

পাল্টা ব্যাট করতে নেমে প্রথমেই রোহিত শর্মা(২৮) ও শুভময় গিলের(৮) মতো দুইটি গুরুত্ব পূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অস্ট্রেলিয়ার বোলাররাও প্রচন্ডভাবে চেপে ধরে টিম ইন্ডিয়াকে।তৃতীয় উইকেটের ছুটিতে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। এবং অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে। এই জুটিতে শ্রেয়স ও বিরাট যোগ করেন ৯১ রান।শ্রেয়স করেন ৬২ বলে ৪৫ করে প্যাভিলিয়নে ফিরে যান। তার মধ্যে ছিলো তিনটি বাউন্ডারি। শ্রেয়সের পর ক্রিজে আসেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি বিরাটকে দারুন ভাবে সঙ্গ দেন।৩০ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অক্ষয়। একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে অক্ষয় তার ছোট্ট ইনিংস সাজিয়ে ছিলেন। কিন্তু বেশিক্ষণ ২২ গজে টিকে থাকতে পারেননি। অক্ষরকে বোল্ড করে সাজঘরে ফেরান নাথান এলিস। তখন স্কোরবোর্ডে ভারতের রান ছিলো ১৭৮।

ক্রিজে দাঁত কামড়ে অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে শুরু করেন বিরাট কোহলি। মনে হয়েছিল প্রত্যাশিত ভাবেই বিরাট আরও একটি শতরানের মালিক হবেন। কিন্তু দুর্ভাগ্য,৮৪ রানেই বিরাট তাঁর দুর্ধর্ষ ইনিংসের দাড়ি টানেন। ৯৮ বলে পাঁচটি বাউন্ডারির মাধ্যমে বিরাট তার ইনিংসটি সাজিয়ে ছিলেন। দলীয় ২২৫( ৪২ওভার ৪ বল) রানে বিরাট যখন সাজঘরে ফিরেন , তখন ভারতের টাইগাররা ক্যাঙ্গারু বধের গন্ধ পেয়ে যায়। এরপর টিম ইন্ডিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। তিনটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির দৌলতে হার্দিক পান্ডিয়া ২৪ বলে ২৮ রানের দুর্ধর্ষ ইনিংসের যবনিকা টানেন। ভারতের তখন জয়ের জন্য দরকার ছিলো ৬ রানের। লোকেশ রাহুল ৪২ রানে অপরাজিত থেকে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দেশকে পৌঁছে দেয় জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তখনও ম্যাচের ১১ বল বাকি। ম্যাক্সওয়েলকে বিশাল ছক্কা হাঁকিয়ে ২৩ – র প্রতিশোধের বদলা নিয়ে মাঠ ছাড়েন রাহুল – জাদেজা।
#Champions# Trophy #Semi Final#India vs #Australia