ডেস্ক রিপোর্টার,৭ এপ্রিল।।
উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্সিল (এনইসি) কর্তৃক গঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিনিয়োগ প্রচারের জন্য উচ্চ-স্তরের টাস্ক ফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। অনুষ্ঠিত ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও জি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ছিলেন পদস্থ সরকারি আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, অনুষ্ঠিত বৈঠকে প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলকে একটি পছন্দের বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত কয়েকমাস আগে উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্সিলে বিনিয়োগের জন্য একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রক। এই কমিটির কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে।
#tripura# North- East #Council # High-Level# Task Force #JM