ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
“আমরা যে জায়গাতেই কাজ করি না কেন, সেখান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট কিংবা সুপার স্পেশালিস্ট, সকলের আন্তরিকতার সাথে কাজ করা আবশ্যক। পাশাপাশি, সকলের দক্ষতা উন্নয়নও গুরুত্বপূর্ণ।স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা অর্জন শুধু শ্রমিকদের জন্যই নয়, সকল ক্ষেত্রেই তা প্রযোজ্য। চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলকেও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে।”বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই আহ্বান রেখে মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডঃ বি.আর.আম্বেদকর টিচিং হসপিটালের ২০ তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন কার্যক্রমে পুনর্নির্মিত খেলার মাঠ ও গ্যালারির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া ট্রমা সেন্টার G+4 ও আবাসিক ভবন G+13-র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । একই সাথে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী।
