স্পোর্টস ডেস্ক ,২ সেপ্টেম্বর।
ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের নিয়ম রক্ষার ম্যাচে এগিয়ে চলো সংঘকে ২-১ গোলে পরাজিত করেছে ফরোয়ার্ড ক্লাব।মঙ্গলবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এটা শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাবের সান্তনা সূচক জয়। অবশ্যই এই ম্যাচে পরাজয়ের ফলে এগিয়ে চলোর কোনো সমস্যা হবে না। এর আগেই তারা পৌঁছে গিয়েছে সুপার ফোরে। তবে শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাব হতাশ করেছে লিগে। তারা পৌঁছতে পারে নি সুপার ফোরে।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। এগিয়ে চলো, নাইন বুলেটস, ব্লাড মাউথ ও কল্যাণ সমিতির মধ্যে হবে লড়াই।
