ডেস্ক রিপোর্টার, ১২ মার্চ।।
                    রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও খাদ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরীর ঘোষনা নিয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবক্তা তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলন সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের এই দুইটি দপ্তরে মোট ১৫৩টি পদে চাকরির ঘোষণা দিয়েছেন। তার মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ১১৮ টি। এবং। খাদ্য দপ্তরে ৩৫টি। এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।
                    মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরে ১১৮ জন কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা হবে ‘কম্পিউটার সায়েন্স’- এ পোস্ট গ্রেজুয়েট। সঙ্গে বিএড। এই শিক্ষকদের মূলত রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ প্রক্রিয়া।কম্পিউটার শিক্ষক নিয়োগের এই পরীক্ষা পরিচালনা করবে টিআরবিটি।
                মন্ত্রীর কথায়, একই ভাবে নিয়োগ করা হবে খাদ্য দপ্তরের ৩৫ টি সিনিয়র স্টোর গার্ড। সব পোস্ট গ্রুপ সি। এই পদের জন্য শিক্ষাগত  মাধ্যমিক পাস। লিখিত পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ প্রক্রিয়া।সিনিয়র স্টোর গার্ডের পরীক্ষা পরিচালনা করবে জেআরবিটি।

#Tripura #Govt #Job # Computer# Teacher# Senior#Store#Guard


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *