ডেস্ক রিপোর্টার,১ জুলাই।।
পর্যটকদের সুবিধার্থে এবং রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে পর্যটন দপ্তর।মূলত পর্যটন ক্ষেত্রগুলির পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।মঙ্গলবার কমলা সাগরস্থিত কসবেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে একথা বলেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেছেন, রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি পরীর কাঠামোগত উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যেই ১৮কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই সমস্ত প্রকল্পের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।কমলা সাগরস্থিত কসবা কালী মন্দির প্রাঙ্গণে থাকা কুমিল্লা ভিউ ট্যুরিষ্ট বা হালের কসবা ভিউ লজকে জরাজীর্ণ অবস্থা থেকে নবকলবরে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এই লজের নির্মাণ কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।এদিন কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা সহ পর্যটন দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকগণদের সঙ্গে নিয়ে এই ট্যুরিষ্ট লজের নিমার্ণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
কমলা সাগরস্থিত কসবা কালী মন্দির প্রাঙ্গণে থাকা কুমিল্লা ভিউ ট্যুরিষ্ট বা হালের কসবা ভিউ লজকে জরাজীর্ণ অবস্থা থেকে নবকলবরে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এই লজের নির্মাণ কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।এদিন কমলাসাগর কেন্দ্রের বিধায়িকা সহ পর্যটন দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকগণদের সঙ্গে নিয়ে এই ট্যুরিষ্ট লজের নিমার্ণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।