ডেস্ক রিপোর্টার, ৬ মার্চ।।
                           শহর সংলগ্ন মহেশখলার চন্দিনামুড়াতে অভিনয় চালিয়ে ইয়াবা ট্যাবলেটের বড় চালান উদ্ধার করে পুলিশ।গ্রেফতার করে তিন কারবারীকে। ধৃতরা হলো বাবুল মিয়া,শিপন মিয়া ও সঞ্জয় মিয়া। পুলিশ মোট ১লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটের প্যাকেটের সন্ধান পায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য পাঁচ কোটি টাকা।জানিয়েছেন, পশ্চিম জেলার এসপি কে কিরণ কুমার।
           পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে সদর এসডিপি দেবব্রত রায় ও পশ্চিম থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় মহেশখলার চান্দিনামুড়ার বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে। অভিযান কালে পুলিশ ধাপে ধাপে বাবুল মিয়ার বাড়ি থেকে মোট ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটের প্যাকেটের সন্ধান পায়। এই সময় বাবুল মিয়ার বাড়িতেই ছিল শিপন মিয়া ও সঞ্জয় মিয়া নামে দুই যুবক। পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবককে গ্রেফতার করে নিয়ে আসেন পশ্চিম থানায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের প্যাকেট।

পুলিশ সুপার কিরণ কুমারের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে গোটা পশ্চিম জেলাতে মাধব কারবারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এনডিপিএস আইন মোতাবেক ১০টি মামলা দায়ের করেছে।গ্রেফতার করেছে ২১ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *