ডেস্ক রিপোর্টার, ২৯ অক্টোবর।।
নৃশংসতা! নেশাগ্রস্থ অবস্থায় ছেলে খুন করলো বাবা। নিহত ছেলের নাম অনুপম দাস। বাড়ি মেলাঘর থানার নলছড়ের কেমতলী বৈদ্যমুড়া। ঘটনা মঙ্গলবার সকালে। অভিযুক্ত বাবা শিমুল দাস পলাতক। এই ঘটনার প্রেক্ষিতে মেলাঘর থানা শিমুল দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে শিমুল দাস নেশা আসক্ত হয়ে বাড়িতে এসে ঝামেলা শুরু করে। এই সময় প্রতিবাদ করে ১৩ বছরের ছেলে অনুপম দাস।শুরু হয় বাপ – বেটার তর্ক যুদ্ধ। এক সময়ে পরিস্থিতি উতপ্ত হলে সামনে থাকা লাঠি নিয়ে ছেলে অনুপমকে আক্রমণ করে শিমুল দাস। ছেলেকে অনুপমকে মারতে মারতে নিয়ে যায় বাড়ির পার্শ্ববর্তী রাবার বাগানে। সেখানেই বাবার অত্যাচার সহ্য করতে না পেরে অনুপম ঢলে পড়ে মৃত্যুর কোলে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গ্রামের লোকজন।পরিস্থিতি বেগতিক দেখে মুহূর্তেই ঘটনাস্থল থেকে কেটে পড়ে অভিযুক্ত বাবা শিমুল দাস।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অনুপমের মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় হাসপাতাল মর্গে। ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দেওয়া হয় লাশ। স্থানীয় লোকজন খুনি বাবা শিমুল দাসের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে।

