তেলিয়ামুড়া ডেস্ক,২ জুলাই।।
        জি.আই-ট্যাগ প্রাপ্ত কু্ইন প্রজাতির আনারস চাষ করে এবার অনন্য নজির গড়লেন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এলাকা ৩৪ মাইল এলাকার কৃষক দিলীপ দেববর্মা। তিনি ত্রিপুরা রাজ্যের চাষাবাদে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
          ত্রিপুরার জি.আই-ট্যাগ প্রাপ্ত এই জাতের সুমিষ্ট রসালো কুইন আনারস তার সুবাস ও স্বাদে অনন্য। দিলীপ বাবুর বাগানে এবছর ব্যাপক কুইন আনারসের ফলন হয়েছে, যা স্থানীয় বাজারে  চাহিদা তৈরি করেছে। 
     প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সুমিষ্ট, রসালু এই বিশেষ জাতের কুইন আনারস রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। এবং বর্তমান রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখছেন তাতে করে দিলীপ  দেববর্মা’র মতো কৃষকে’রা সরকারি চাকুরীর পেছনে না ছুটে নিজের বুদ্ধিমত্তা ও অক্লান্ত পরিশ্রম’কে কাজে লাগিয়ে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার এক  জ্বলন্ত উদাহরণ।

।কৃষক দিলীপ দেববর্মা।

দিলীপ দেববর্মা ৮২ মাইল এলাকা থেকে প্রায় সাড়ে ষোল হাজার কুইন আনারসের চারা গাছ এনে প্রায় সাড়ে চার কানি জায়গা জুড়ে রোপণ করেছেন। একেবারে নিজ উদ্যোগে এই আনারসের চাষাবাদ করছেন তিনি। দিলীপ বাবু শুধু আনারসই নন, গন্ডাছড়া থেকে বিদেশি প্রজাতির আমের চারা, পেঁপে, পেয়ারা, সুপারি ইত্যাদি ফলের চারা এনে নিজ জমিতে রোপণ করেছেন। তিনি বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন,চাইছেন সরকারি সাহায্য। তিনি নিজনেরমুখে অপকটে স্বীকার করেছেন, যদি পর্যাপ্ত সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে তিনি আরো বেশি বেশি করে কুইন প্রজাতির আনারস সহ রকমারি ফলের চাষ করবেন।  তবে এই সাফল্য শুধু দিলীপ বাবুর নয়, এটি ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা।পরিশেষে আমরা এটাই মনে করি,,,কৃষি হোক উদ্ভাবনের ক্ষেত্র, কৃষক হোক পরিবর্তনের নায়ক!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *