ডেস্ক রিপোর্টার,২ আগস্ট।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্নদাতা কৃষকদের সম্মানার্থে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তি প্রদান করা হলো শনিবার।উত্তরপ্রদেশের বারানসীর বানাউলিতে আয়োজিত এক কর্মসূচি থেকে দেশের প্রায় ৯.৭০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এই উপলক্ষে শনিবার অরুন্ধতীনগরের রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্র-এ এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ।তথ্য অনুযায়ী, এই কিস্তিতে ত্রিপুরা রাজ্যের ২,৮৪,০০০ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৫.৪৩ কোটি টাকা জমা দেওয়া হয়।
“এই প্রকল্প প্রধানমন্ত্রী মোদীজীর কৃষকপ্রেম, স্বচ্ছ প্রশাসন ও ডিজিটাল ট্রান্সফার ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত”।- বলের মনে করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

