ডেস্ক রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি।।
কিষান সন্মান নিধি ১৯ তম কিস্তি পেলো রাজ্যের তালিকাভুক্ত কৃষকরা।তাতে মোট ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা সরাসরি প্রদান করা হয়েছে। ফলে রাজ্যের কৃষি দপ্তরের নথিভুক্ত প্রত্যেক কৃষকের একাউন্টে দেওয়া হয়েছে ২০০০টাকা করে। সোমবার বিহারের ভাগলপুর থেকে ‘কিষান সন্মানসমারোহের’ মাধ্যমে গোটা দেশের কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে ২০০০ টাকা করে ১৯ তম কিস্তির টাকা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।দেশের প্রায় ৯ কোটি ৮০ লক্ষের অধিক কৃষকের ব্যাঙ্ক একাউন্টে কিষান সন্মান নিধির টাকা দেওয়া হয়েছেন।

সারা দেশের সঙ্গে রাজ্যও ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কিষান সন্মান সমারোহের অনুষ্ঠানে যুক্ত হয়েছিলো। কৃষি দপ্তরের উদ্যোগে আগারতলা এডি নগর স্থিত কেন্দ্রীয় কৃষি লাইব্রেরী রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী’র ঐতিহাসিক এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি শোনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।বিধায়িকা মিনা রাণী সরকার সহ কৃষি দপ্তরের আধিকারিক সহ কৃষকরা।