শান্তিরবাজার ডেস্ক, ৩১ অক্টোবর।।
          রাজ্য সরকার চাইছে কৃষকদে আয় দ্বিগুন করতে।  রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে বাস্তবায়িত করতে যাচ্ছে  জোলাইবাড়ী কৃষিদপ্তরর।  বর্তমান সময়ে ধান চাষের পর আলু চাষের মরশুম চলে এসেছে।  আলু চাষীদের উন্নত মানের আলু চাষ করারজন্য জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়কের অধীনে তিনটি জায়গায় ৪৫০ জন কৃষকদের নিয়ে এ আর সি পদ্ধতিতে আলু চাষের উপর বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়।
      প্রশিক্ষন কর্মশালা সম্পর্কে জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস জানান,  বিগত বছরের তুলনায় এই বছর আলু চাষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে । তাই ৪৫০ জন আলু চাষীর মধ্যে ৪০০ জন কৃষককে ৪০ থেকে ৪৫ কেজি করে আলুর বীজ প্রদান করা হবে।  অপরদিকে ৫০ জন আলুচাষীকে ৫০০ করে আলুর চারা দেওয়ানাহবে। এই সকল আলু চাষীদের আলু চাষের জন্য তিনহাজার টাকা করে সরকারি সহযোগীতা দেওয়া হবে।
  


তত্বাবধায়ক শ্রীদাম দাসের বক্তব্য,  কৃষি দপ্তরের মূল লক্ষ আলুচাষীদের ফলন বৃদ্ধি করে আলুু চাষীদের আয় দ্বিগুন করা।কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষন কর্মশালায়  আগরতলার নাগীছড়াস্থীত কৃষিদপ্তরের কার্যালয় থেকে দুইজন প্রশিক্ষককে এনে প্রশিক্ষন দেওয়া হয়েছে।  এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত দাস অন্যান্যরা। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *