সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কিশোর বর্মন বলেন, বাংলাতে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ত্রিপুরাতে এক সময় ছিলেন সংগঠনের দায়িত্বে। তবে কখনো প্রশাসনিক দায়িত্বে ছিলেন না। তবে বাংলা – ত্রিপুরার সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই রাজনীতির নতুন ইনিংস শুরু করবেন তিনি।

ডেস্ক রিপোর্টার, ৩রা জুলাই।।
                দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছতাকে পাথেয় করেই জীবনের নতুন অধ্যায় শুরু করবো। বক্তা রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য কিশোর বর্মন। বৃহস্পতিবার রাজভবনে শপথ গ্রহণের পর তিনি একথা বলেছেন। তাঁর উপর মন্ত্রীত্বের গুরু দায়িত্ব অর্পণ করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
      কিশোর বর্মন বলেছেন, প্রশাসনিক কাজ করতে গিয়ে তিনি কোনো রকম চ্যালেঞ্জের মুখে পড়বেন না। শীর্ষ নেতৃত্বের স্বচ্ছাতাকে ভরসা করেই কাজ চালিয়ে যাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কিশোর বর্মন বলেন, বাংলাতে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ত্রিপুরাতে এক সময় ছিলেন সংগঠনের দায়িত্বে। তবে কখনো প্রশাসনিক দায়িত্বে ছিলেন না। তবে বাংলা – ত্রিপুরার সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই রাজনীতির নতুন ইনিংস শুরু করবেন তিনি।
          গুরুবার দুপুরে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি মন্ত্রিসভার নতুন সদস্য কিশোর বর্মনকে শপথ বাক্য পাঠ করান। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির সমস্ত মন্ত্রীরা।ছিলেন প্রদেশ নেতৃত্ব।


কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না শাসক জোট প্রধান শরিক তিপ্রামথার দুই মন্ত্রী অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে খোঁজে পাওয়া যায় নি ছোট শরিক আইপিএফটির মন্ত্রী শুক্লা চারণ নোয়াতিয়াকে।বিরোধী দল সিপিআইএম পুরোপুরি ভাবে বয়কট করেছে কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠান। শাসক জোটের দুই শরিক তিপ্রামথা ও আইপিএফটির তিন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে কেন তারা বয়কট করেছে কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠান? তাহলে কি বিজেপির সঙ্গে দুই শরিক তিপ্রামথা ও আইপিএফটির সম্পর্কে টান পড়তে শুরু করেছে?
          রাজনৈতিক মহলের খবর, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রামথার মন্ত্রী বৃষকেতু দেববর্মাকে পূর্ণমন্ত্রী করার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে হিসাব পাল্টে যায়। পূর্ণমন্ত্রী হওয়ার স্বাদ থেকে বঞ্চিত থাকেন বৃষকেতু দেববর্মা। এই গোঁসা থেকেই কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা।তাদের দেখানো পথ ধরেই নাকি হাঁটলেন আইপিএফটির মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *