স্পোর্টস ডেস্ক,২০ ডিসেম্বর।।
পরাজয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা। শেষ দিনে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ভরাডুবি হলো ত্রিপুরার। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। শিমুগার কে এস সি এ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হলো ইনিংস এবং ২৯ রানে। ত্রিপুরার ২৪১ রানের জবাবে গুজরাট প্রথম ইনিংসে ৩৫০ রান করে। ১০৯ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। আসরে ৩ ম্যাচে পরাজিত হয়ে কোণঠাসা রাজ্য দল। ত্রিপুরার ২৪১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে গুজরাট দুই উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল। শনিবার ত্রিপুরার রান টপকেই দ্রুত গতিতে রাম তোলার উপর নজর দেয় গুজরাটের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৬৬ ওভার ব্যাড করে ছয় উইকেট হারিয়ে ৩৫০ রান করে ইনিংসে সমাপ্তি ঘোষণা করে গুজরাট। দলের পক্ষে জয়বর্ধন সিং একত্রিশ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, স্বপ্ন প্যাটেল ৪২ বল খেলে তিনটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ এবং রিধম প্যাটেল ১৯ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২২ রান করে। ত্রিপুরার পক্ষে বিশাল সরকার ৬০ রানে এবং তুহিন দেবনাথ 93 রানে দুটি করে উইকেট দখল করে। ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ত্রিপুরা। উইকেটে টিকে থাকার মানসিকতাই দেখাতে পারেনি দলীয় ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৮০ রানে গুটিয়ে যায় ত্রিপুরা। ওই রান করতে ৫৩.২ ওভার ব্যাট করে রাজ্য দল। অত্যাধিক ধীরগতিতে ব্যাট করতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে পুর আর ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে রাজ্য দলের পক্ষে যশ দেববর্মা ৭৩ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, বিশাল সরকার ৬২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং দলনায়ক সন্দীপন দাস ৫৭ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১২ রান করে। ত্রিপুরার আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। গুজরাটের পক্ষে স্বপ্ন প্যাটেল ২৭ রানে ছয়টি এবং বংশ শাহ্ ১৫ রানের দুটি উইকেট দখল করে। ত্রিপুরা পরের ম্যাচ খেলবে শক্তিশালী তথা গ্রুপের শীর্ষে থাকা উত্তর প্রদেশের বিরুদ্ধে। ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে ম্যাচটি।

