স্পোর্টস ডেস্ক, ১০ ডিসেম্বর।।
সোমদেব শীলের দুরন্ত লড়াই বিফলে। প্রত্যাশিত ভাবেই হারলো ত্রিপুরা। তবে ইনিংসে নয়। সোমদেবের দায়িত্বশীল ব্যাটিংয়ে। তবে রাজ্য দলের অন্য ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারতো তাহলে হয়তোবা উত্তর প্রদেশকে রুখে দিতে পারতো রাজ্য দল।অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। শিমোগা তে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১০ উইকেটে। উত্তর প্রদেশের গড়া ৩৩১ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা i মাত্র ১০৭ রান করতে সক্ষম হয়েছিল। ২২৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে। জয়ের জন্য ১৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উত্তর প্রদেশ ৭ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার সোমদেব ৮০ রান করে। সোমদেব শতরান হাতছাড়া করার পাশাপাশি দলকে পয়েন্ট এনে দিতেও ব্যর্থ হলো। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৮৪ রান নিয়ে খেলতে নেমে বুধবার আরও ১৫৩ রান যোগ করার ফাঁকে শেষ ৮ টি উইকেট হারায় ত্রিপুরা। একসময় ইনিংস পরাজয়ের সামনে ছিল ত্রিপুরা। এই অবস্থায় দলকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সোমদেব।ঠান্ডা মাথায় ব্যাট করে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সোমদেব। ১৯৩ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৮০ রান করে। এছাড়া ত্রিপুরার পক্ষে পৃথ্বীরাজ গোপ ৭৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮, এরিস মজুমদার ৭৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং ময়ূখ চৌধুরী ৪৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। উত্তর প্রদেশের পক্ষে কৃষ্ণা যাদব ৪৩ রানে ৫ টি, পৃথ্বীরাজ সিং ৪৬ রানে এবং আরিয়ান ত্যাগী ৫২ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে উত্তর প্রদেশ ৭ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে হিতেশ কুমার ৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যায়। জয় পেয়ে ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলো উত্তর প্রদেশ। ১২-১৪ ডিসেম্বর ত্রিপুরা আসরের দ্বিতীয় ম্যাচ খেলবে বিদর্ভ এর বিরুদ্ধে। হারলেও দলের লড়াইয়ে খুশি ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট।

