স্পোর্টস ডেস্ক,৪ ডিসেম্বরে।।
দিল্লি জয় করলো ত্রিপুরা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয় ধরা দিলো রাজ্য দলকে। মঙ্গলবার ত্রিপুরা ১২ রানে পরাজিত করে দিল্লিকে। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ত্রিপুরার গড়া ১৫৭ রানের জবাবে দিল্লি নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয়। ব্যাটসম্যানরা তেমন সাফল্য না পেলেও এদিন ত্রিপুরাকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন বোলাররা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। কিন্তু ত্রিপুরার কোন ক্রিকেটারই বড় স্কোর করতে পারেননি। যার ফলে দলীয় স্কোর ১৮০ রানের গণ্ডি পার হয়নি। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। রাজ্য দলের পক্ষে শ্রীদাম পাল ২০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, ওপেনার বিক্রম কুমার দাস ২৪ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৮, দলনায়ক মনি শংকর মুড়া সিং ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, স্বপ্নীল সিং ২০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২১, ওপেনার হনুমা বিহারী ১১ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ১৯ এবং সেন্টু সরকার ১৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। দিল্লির পক্ষে সুয়েশ শর্মা ১৬ রানে এবং দিগ্বেশ ৩৪ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণে কিছুটা চাপে ছিল দিল্লি। প্রিয়াংশ আরিয়াকে দ্রুত হারানোর পর দিল্লির হয়ে রুখে দাঁড়ান যশ ধুল এবং নীতিশ রানা। জুটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ত্রিপুরার অটো সাটু বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয় দিল্লি। দলের পক্ষে দলনায়ক নীতিশ রানা চল্লিশ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৫, যশ ধুল ১৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৫, তেজস্বী কুড়ি বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, অনুজ রাওয়াত ১১ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৬ এবং আয়ুষ বাদনি ১৩ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১৪ রান করেন। ত্রিপুরার পক্ষে মনিশঙ্কর মুড়া সিং ১৯ রানে এবং ভিকি সাহা ২৯ রানের দুটি করে উইকেট দখল করেন। এ দিনের জয় পরের ম্যাচের আগে মনোবল বাড়ালো বলা যায় ত্রিপুরার ক্রিকেটারদের। এবং নতুন গতি আসবে রাজ্য ক্রিকেটে।

