সংশোধনাগারের নিরাপত্তার চক্রব্যূহকে তছনছ করে দিয়ে ছয় অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়। এখনও পলাতক থাকা আসামীরা হলো নাজিম উদ্দিন, রহিম আলী,সুনীল দেববর্মা, নারায়ন দত্ত ও রোশন আলী। দাগী অপরাধীরা পালিয়ে যাওয়ার সময় একজন কর্তব্যরত কারারক্ষীকে প্রচন্ড ভাবে মারধর করে।
ধর্মনগর ডেস্ক,২ অক্টোবর।।
ধর্মনগরের “কারা” নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে পালিয়ে যাওয়া ছয় দাগি অপরাধীর মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ তার নাম আব্দুল পাট্টা। বাড়ি আসামের নিলাম বাজার। বাদবাকি পাঁচজনের এখনও সন্ধান করতে পারেনি পুলিশ। তবে উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ কুমার জানিয়েছেন পালিয়ে যাওয়া পাঁচ দাগি অপরাধীকে গ্রেফতারের জন্য পুলিশ জাল বিস্তার করেছে। খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত নবমীর সকালে ধর্মনগর সংশোধনাগারের নিরাপত্তার চক্রব্যূহকে তছনছ করে দিয়ে ছয় অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়। এখনও পলাতক থাকা আসামীরা হলো নাজিম উদ্দিন, রহিম আলী,সুনীল দেববর্মা, নারায়ন দত্ত ও রোশন আলী। দাগী অপরাধীরা পালিয়ে যাওয়ার সময় একজন কর্তব্যরত কারারক্ষীকে প্রচন্ড ভাবে মারধর করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার চোখে মারাত্বক ভাবে আঘাত লেগেছে।

উওর জেলার এসপি অবিনাশ কুমার জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন পুলিশী নাকা পয়েন্টে চলছে চিরুনি তল্লাশি। অপরাধীরা কিভাবে এবং কেন কর্তব্যরত কারারক্ষীকে মারধর করে তার কাছে থাকা জেলের দরজার চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে? তার জন্য গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এই কমিটি গোটা বিষয় খতিয়ে দেখছে। কোন জায়গাতে ঘাটতি ছিলো নিরাপত্তার? তাও দেখছে আতশ কাচ দিয়ে। এই কমিটি তদন্ত শেষ করে কারা দপ্তরে জমা করবে তদন্ত রিপোর্ট।