চুরাইবাড়ি ডেস্ক , ৪ অক্টোবর।।
জমি সংক্রান্ত ঝামেলার জের ধরে দুই ভাইয়ের হাতে আক্রান্ত দাদার পরিবার।আহতের তালিকায় রয়েছে হামলাকারীদের বৌদি জরিনা বেগম, ভাইজি দিলোয়ারা বেগম (১৬) এবং ভ্রাতুষ্পুত্র আব্দুল সেলিম(৭)। ঘটনাস্থল উত্তর জেলার পানিসাগর থানাধীন উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৩নম্বর ওয়ার্ড। অভিযুক্তরা হলো বসর উদ্দিন (৪২) ও নিজাম উদ্দিন (৫০)। তাদের বিরুদ্ধে দাদা ছপর উদ্দিন পানিসাগর থানায় মামলা রুজু করেছেন। যদিও অভিযুক্তদের এখনো গ্রেফতার করে নি পুলিশ। বরং থানা থেকে মামলা প্রত্যাহারের জন্য দুই অভিযুক্ত ভাই বসর উদ্দিন ও নিজাম উদ্দিন অসহায় দাদা ছপর উদ্দিনকে চাপ দিচ্ছে।
দীর্ঘ দিন ধরেই জমি ইস্যুতে দাদা ছপর উদ্দিনের পরিবারের সঙ্গে ঝামেলা চলছে দুই ভাই বসর উদ্দিন ও নিজাম উদ্দিনের। গত ২৮ সেপ্টেম্বর দুই ভাই সঙ্গবদ্ধভাবে হামলা চালায় দাদা ছপর উদ্দিনের বাড়ীতে। এই সময়ে ছপর বাড়িতে ছিলেন না। ছপরের স্ত্রী জরিনা বেগমের অভিযোগ, বসর ও নিজাম দা , লাঠি – সোটা নিয়ে আচমকা হামলা শুরু করে বাড়িঘরে। তাদের হামলায় রক্তাক্ত হয় খোদ রাজিনা ও তার নাবালিকা মেয়ে দিলোয়ারা বেগম, ছেলে আব্দুল সেলিম।
অসহায় ছপর আলী জানিয়েছেন, ” তার ঘরের তিন সদস্য এখন জখম। তার মেয়ের মেরুদন্ড ভেঙে গিয়েছে। মাথায় আঘাত পেয়েছে স্ত্রী জরিনা ও পুত্র আব্দুল সেলিম। তিনজনকেই উন্নত চিকিৎসার বহিঃ রাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে স্ত্রী ও সন্তান- সন্তিকে চিকিৎসা করাতে পরছেন না। তার মধ্যে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে ভাইয়েরা। তাই তিনি পুরো ঘটনার সুষ্ঠ বিচার চাইছেন পুলিশের কাছে।
