শুক্রবার রাতে লাল জলের নেশায় মজে থাকা ওসি প্রাজিৎ মালকারের হুশ ফিরে শনিবার সকালে।তিনি থানায় ডেকে পাঠান দুষ্কৃতীর হামলায় বিপর্যস্ত হওয়া বিকাশ বণিককে।বিকাশের মুখ থেকে পুরো ঘটনা শুনেন। এবং রাখেন নোট। এরপর ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীদের জিজ্ঞাসা করার জন্য দুঃসাহস করেন নি বাম জামানার “কমরেড” পুলিশ অফিসার প্রাজিৎ। আজও বিচারের আশায় বসে আছেন বিকাশ বণিক।

ডেস্ক রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর।।
                         ওসি প্রাজিৎ মালাকারের বেলেল্লাপনায় তলানিতে এনসিসি থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আভিযোগ, ওসি প্রাজিৎ নিজে ব্যস্ত থাকেন “তোলা” বাণিজ্যে। রাত বিরাতেই কুঞ্জবন – সার্কিট হাউস অঞ্চলের দাগী বাম ( হালে রূপান্তরিত বিজেপি) জমি দস্যুদের বাড়িতে বসে ডুবে থাকেন লাল জলের আসরে। করেন “সেটিং ব্যবসা”। শুধু কি তাই, থানা এলাকার মাদক কারবারীরা কোন রুটে মাদক দ্রব্য পাচার করছে, তারও খোঁজ রাখেন প্রাজিৎ। মাদক মাফিয়াদের কাছ থেকেও নিয়মিত টু – পাইস পেয়ে থাকেন খাকি উর্দিকে নিলামে তোলা প্রাজিৎ মালাকার।স্বাভাবিক কারণে থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন চলছে? তার খোঁজ নেওয়ার সময় নেই ওসি সাহেবের।

।।আক্রান্ত বিকাশ বণিক, কুঞ্জবনের বাসিন্দা।।

এনসিসি থানা এলাকার সমস্ত ধরনের অপরাধীরা তাদের ডানা মেলে ঘুরছে মুক্ত বিহঙ্গের মতো।

ওসি প্রাজিৎ মালাকারের কাজকর্মের প্রতি দেওলিয়াপনার  কারনে এনসিসি থানা এলাকার সমস্ত ধরনের অপরাধীরা তাদের ডানা মেলে ঘুরছে মুক্ত বিহঙ্গের মতো। রাতের আগরতলাতে এনসিসি থানার পুলিশী নিরাপত্তা ব্যবস্থাকে বেআব্রু করে শুক্রবার রাতে দুষ্কৃতীরা সংঘবদ্ধ ভাবে হামলা করে কুঞ্জবন সার্কিট হাউস সংলগ্ন এলাকার বাসিন্দা বিকাশ বনিকের বাড়িতে। বিকাশ বণিক জানিয়েছেন, “দুষ্কৃতীরা তাঁর বাড়িঘরে নির্বিচারে ভাঙচুর করে। ছুঁড়ে ইট – পাটকেল। দুষ্কৃতীরা তাঁর ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু তাতে অবশ্যই সফল হয় নি দুষ্কৃতীরা।”

।।বিকাশ বণিকের বাড়িতে ভাঙচুরের নিদর্শন।।

চোখে মুখে এক রাশ আতঙ্ক নিয়ে বিকাশ বলেন, রাতের আধারে তাঁর পরিবারের লোকজন আতঙ্ক গ্রস্থ অবস্থায় চিৎকার চেঁচামেচি করে। কিন্তু,তাদের চিৎকারের আওয়াজ পৌঁছায় নি এনসিসি থানার টহলরত পুলিশ কর্মীদের কর্ণকুহরে। কিভাবে পৌঁছবে?

।।বিকাশের বাড়িতে ছোঁড়া ইট – পাটকেল।।

কারণ,এই হাই সিকিউরিটি জোনে টহল দেওয়ার মতো পুলিশই থাকে না।দুষ্কৃতীরা টানা এক ঘন্টা বিকাশ বণিকের বাড়িতে তাদের অপারেশন চালায়। ভয়ের কারণের বিকাশের প্রতিবেশীরাও বাড়ি – ঘর থেকে বের হওয়ার সাহস করে নি। অপরাধীরা নির্দ্ধিধায় তাদের মিশন সফল করে বুক ফুলিয়ে চলে যায়।

।।এনসিসি থানা,আগরতলা।

তোলাবাজদের প্রস্তাব নাকচ করতেই বিকাশের বাড়িতে হামলা করে এলাকার দাগী অপরাধীরা।

আভিযোগ, কুঞ্জবন – সার্কিট হাউস এলাকার মাফিয়া সর্দার “অনু”।  এই ব্যক্তি নাকি পদার্থ বিজ্ঞানের অনু’ র মতো কার্যকলাপ করে থাকেন। বাম জামানায় তিনি ছিলেন হাউজিং বোর্ডের নিগোসিয়েশন বাণিজ্যের পিন কিং। এখন অবশ্যই রাজনৈতিক ছলম পাল্টে হয়েছেন বিজেপি। অনু গোটা অঞ্চলের একজন ডাক সাইটের সুদখোর মহাজন।আবার এলিট ক্লাসের জমির দালালও বটে।

।।অনু সর্দার,(প্রতীকী ছবি)।।

অনুই এখন এনসিসি থানার “মহামান্য” দুর্নীতিবাজ ওসি প্রাজিৎ মালাকারের হরিহর আত্মা!

।।অনু সর্দারের সুদ বাণিজ্য।।

আর এই অনুই এখন এনসিসি থানার “মহামান্য” দুর্নীতিবাজ ওসি প্রাজিৎ মালাকারের হরিহর আত্মা! অনু’র মাধ্যমেই সংশ্লিষ্ট অঞ্চলের অপরাধের র‍্যাকেট থেকে কমিশন পেয়ে থাকেন পুলিশ আধিকারিক প্রাজিৎ। কোথায় আছেন পুলিশের পদস্থ কর্তারা? তারা কি নিশি ঘুমে আচ্ছন্ন?প্রশ্ন উঠছে কুঞ্জবন – সার্কিট হাউস এলাকার জনমনে।( চলবে)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *