ডেস্ক রিপোর্টার,১৪ অক্টোবর।।
নৃশংস খুন! তাও মাত্র ১ হাজার টাকার জন্য। খুন করে জঙ্গলের গাছে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে মৃতদেহ। মৃতার নাম বিশাখা সরকার। বাড়ি বোধজং নগর থানার দেবরাম ঠাকুর পাড়ার কালী টিলা এলাকায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন ও পুলিশ যৌথ ভাবে বিশাখার মৃতদেহ উদ্ধার করে।
বিশাখা সরকার ও লক্ষী বিশ্বাস দুই মহিলা স্থানীয় বিশু বর্ধনের বাড়িতে কাজ করেছিল। তারা দুই হাজার টাকার পারিশ্রমিক পাওনা ছিলো বিশু বর্ধনের কাছে।অভিযোগ, তার মধ্যে বিশাখা ১ হাজার টাকা নিয়ে এসেছিল। এবং পাঁচশ টাকা দিয়েছিল লক্ষীকে। কিন্তু লক্ষ্মীকে বাড়ির মালিক বিশু বর্ধন জানিয়ে দেয়, বিশাখা তার কাছ থেকে ২০০০ টাকাই নিয়েছে। এই ইস্যু কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু। জানিয়েছেন স্থানীয় এক মহিলা ।
,এলাকার বাসিন্দারা জানিয়েছেন,নিগত শনিবার লক্ষ্মী বিশ্বাস ছুটে আসে বিশাখার বাড়িতে। সেখান থেকে বিশাখার হাতে দড়ি বেঁধে তাকে নিয়ে যায় মালিক বিশু বর্ধনের বাড়িতে। বিশু বর্ধনের সামনেই বিশাখাকে অত্যাচার করে। এরপর থেকেই বিশাখাকে আর পাওয়া যায় নি। থানায় দায়ের করা হয়েছে মিসিং ডায়েরি।
শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর বিশাখার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় জঙ্গলের একটি গাছে। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ।জানিয়েছেন বোধজং নগর থানার পুলিশ আধিকারিক।
