ডেস্ক রিপোর্টার, ৩রা মার্চ।।
মাফিয়াদের মৃগয়া ক্ষেত্র ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র। খোদ আগরতলা কেন্দ্রে আক্রান্ত হলেন বিজেপির এক পুরানো কার্যকর্তা। তাকে মারধোর করেছে আগরতলা মন্ডলের যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ। যুব মোর্চার মন্ডল সভাপতির নেতৃত্বাধীন গুণ্ডা বাহিনী এই আক্রান্ত যুবকের দোকানে ব্যাপক ভাঙচুর করে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আক্রান্ত যুবক নিজেই এই তথ্য দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে আগরতলা কেন্দ্রে বিজেপি নামধারী গুন্ডারা সাধারণ মানুষের উপর কিভাবে অত্যাচার করছে? বকলমে আগরতলা কেন্দ্রটি দেখাশুনা করছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত।কিন্তু আগরতলা মন্ডলের সংগঠন কি পাপিয়ার নিয়ন্ত্রণের মধ্যে আছে? প্রশ্ন তুলছে খোদ দলের কর্মী – সমর্থকরা।
আক্রান্ত যুবক স্পষ্ট ভাবেই জানিয়েছে, যুব মোর্চার মন্ডল সভাপতি সঞ্জয় তাকে হুমকি দিয়ে বলেছে, “এই ঘটনা পাপিয়া দত্তকে জানালেও কিছু হবে না “। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায়, আক্রান্ত যুবকের কথা সত্যি, এক্ষেত্রে উঁকি দিচ্ছে আরও এক নতুন প্রশ্ন। তাহলে কি যুব মোর্চার সভাপতিকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ পাপিয়া দত্ত? পাপিয়া কি পারবেন যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে? বিজেপির কর্মীদের বক্তব্য, পাপিয়া দত্ত যদি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে বুঝতে হবে আগরতলা মণ্ডলে চরমে উঠেছে বিজেপির গোষ্ঠী কোন্দল।এবং দলের যুব ব্রিগেডকে বোতল বন্দি করতে পারছেন না নেত্রী পাপিয়া। তবে এখন দেখার বিষয় যুব মোর্চার মন্ডল সভাপতির বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিতে পারে কিনা।
