ডেস্ক রিপোর্টার,২৫ অগাষ্ট।।
রবিবার রাতের অন্ধকারে সরকারি নায্য মূল্যের দোকানে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে তেলিয়ামুড়ার মাইগঙ্গা নতুন বাজার এলাকায়!
মাইগঙ্গা এলাকায় দীর্ঘ দিন ধরেই দুই নম্বর রেশন দোকানের অবস্থান। মালিক উত্তম দাস। অন্যান্য দিনের মতো ব্যবসা শেষ করে রেশন দোকনের ঝাপ বন্ধ করে বাড়ি ফিরে যান উত্তম দাস। রাতে এই রেশন দোকানের পাশের রাস্তা ধরে যাচ্ছিল পদ্ম পুরাণের একটি কীর্তনের দল। তাদের নজরে এসে রেশন দোকানের আগুনের ঘটনা। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেশন দোকানের মালিক উত্তম দাস। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে উপস্থিত লোকজন। তাদের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার সকালে রেশন দোকানের মালিক জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা জানেন না তিনি। তবে এই আগুনের নেপথ্যে যে নাশকতার উদ্দেশ্য ছিল তা স্পস্ট।ঘটনার সময় রেশন দোকানে চাল, ডাল, আটা , ইত্যাদি সামগ্ৰী মজুদ করা ছিল বলে জানিয়েছেন উত্তম দাস। তবে অল্পেতে রক্ষা পেয়েছে তার রেশন দোকান সহ গোটা বাজার।
