তেলিয়ামুড়া ডেস্ক , ২৪ এপ্রিল।।
তেলিয়ামুড়ার তুইকর্মা থেকে উদ্ধার দেশী বন্দুক সহ তাজা বুলেট ও কিছু ধারালো অস্ত্র। সংশ্লিষ্ট এলাকার রাস্তার পাশে থাকা একটি ব্যাগের ভিতর থেকে অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ। অভিযানকারী পুলিশ অস্ত্র গুলির উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় থানায়। রাস্তার পাশে কেন দেশি অস্ত্র মজুত করেছিল দুষ্কৃতীরা? তদন্তকারী পুলিশের আশঙ্কা চোরা শিকারীরা শিকারের উদ্দেশ্যে অস্ত্রগুলি জঙ্গলে মজুত করেছিলো। তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রজত জামাতিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছিলো। এখন ঘটনার তদন্ত চলছে। তারপরই বেরিয়ে আসবে মূল রহস্য। আদৌ কি পুলিশ রহস্য উদঘাটন করতে পারবে? বলবে সময়েই।
