তেলিয়ামুড়া ডেস্ক,৫ অক্টোবর।।
তেলিয়ামুড়া থানার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি এলাকা থেকে বস্তাবন্দী অবস্হায় উদ্ধার এক মহিলার পচাগলা মৃতদেহ। নাম শর্মিষ্ঠা মোদক(৩৬)। বাড়ি এই এলাকাতেই। তবে শর্মিষ্ঠা মোদককে কে বা কারা বস্তা বন্দি করেছে? সন্ধান করছে পুলিশ। তদন্তকারী পুলিশের ধারণা, শর্মিষ্ঠাকে খুন করে বস্তা বন্দি করে রেখে দিয়ে যায় আততায়ীরা।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শনিবার সকাল থেকেই শর্মিষ্ঠা মোদকের ঘর থেকে পচা গন্ধ বের হতে থাকে। শেষ পর্যন্ত তারা পুলিশকে খবর দেয়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘরে তল্লাশি শর্মিষ্ঠা মোদকের বস্তা বন্দি দেহ উদ্ধার করে। তার ঘরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিলো মদের বোতল।
মৃতার বাবা রতন মোদক দাবী করেন, গত কয়েক বছর আগে কাঞ্চনপুর দশদাতে শর্মিষ্ঠার বিয়ে হয়েছিল। এই সম্পর্ক বেশি দিন টেকে নি। হয় বিবাহ বিচ্ছেদ। এরপর শর্মিষ্ঠা তার এক নিকট আত্মীয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে রতন মোদক তার মেয়ের কোনো খোঁজ খবর নেন নি।
সিন অফ ক্রাইম অনুযায়ী, শর্মিষ্ঠা মোদকের মৃত্যু একটি পরিকল্পিত খুন। তার বাড়ীতে কে বা কারা এসেছিল? কিভাবে তারা খুন করলো। এবং শর্মিষ্ঠার মৃত্যু নিশ্চিত করার পর প্রমাণ লোপাটের জন্য দেহটি বস্তায় ঢুকিয়ে রেখে দেওয়া হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত তেলিয়ামুড়া থানার পুলিশ।
