কৈলাসহর ডেস্ক, ২৫আগস্ট।।
কৈলাসহরের একটি অনলাইন ডেলিভারি সংস্থা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবককে। তাদের নাম চিত্রাঙ্গ সরকার ও
জীবন দেবনাথ।
একেবারে সিনেমার কায়দায় অনলাইন ডেলিভারি সংস্থা থেকে দামি দামি জিনিস ধারাবাহিক ভাবে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পর পর চুরির ঘটনার পর ডেলিভারি সংস্থা বিষয়টি পুলিশের জানায়।তদন্তে নেমে কৈলাসহর থানার পুলিশ প্রথমে আটক করে ডেলিভারি সংস্থার কর্মী চিত্রাঙ্গ সরকারকে। তার পরে বেরিয়ে এসে চুরি কাণ্ডের মূল রহস্য। পুলিশের জিজ্ঞাসাবাদে চিত্রাঙ্গ জানায়, ” সে গোপনে সমস্ত তথ্য ফাঁস করতো ধর্মনগরের বাসিন্দা জীবন দেবনাথের কাছে।” কোন ভ্যানে বা প্যাকেটে দামি মোবাইল – ল্যাপটপ রয়েছে? এই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিতো। পর চিত্রাঙ্গর দেওয়া তথ্যমূলে জীবন দেবনাথ নির্দ্ধিধায় সম্পন্ন করতো তার চুরি বিদ্যা।জানিয়েছেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার।
