ডেস্ক রিপোর্টার, ১৪ অক্টোবর ।।
রাজধানীতে ফের উদ্ধার নর কঙ্কাল। ঘটনা।শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকায় । মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে কঙ্কালটি। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কঙ্কালটি এক জন পুরুষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকার জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, সন্ধ্যায় স্থানীয় লোকজন জঙ্গলে একটি কঙ্কাল দেখতে পায়।এরপর তারা খবর দেয় থানায়।পুলিশ ছুটে এসে ঘটনার সত্যাতা খুঁজে পায়। জরুরি তলবে নিয়ে আসা হয় ফরেনসিক টিম। ময়নাতদন্তের পর উদ্ধার কৃত কঙ্কাল সম্পর্কে অনুপুঙ্খ তথ্য জানতে পারবে পুলিশ।
