স্পোর্টস ডেস্ক, ২১আগস্ট।।
সহজ সুযোগ হাতছাড়া করে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো ত্রিপুরা স্পোর্টস স্কুল। বিহারের বিরুদ্ধে। ৬৮ তম অনূর্ধ্ব ১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লির তেজশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেললেও সহজ সুযোগ হেলায় নষ্ট করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। এদিন ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর আক্রমণ করতে থাকে কল্পনা দেববর্মর মেয়েরা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। তবে প্রাপ্ত সুযোগ গুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে অন্তত ৩ গোলে জয় পেতে পারতো স্পোর্টস স্কুল। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে জেসিকা ঝারা গোল করে। এদিন পয়েন্ট ভাগ হাওয়ায় শেষ ম্যাচের গুরুত্ব বাড়লো। আজ গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে আই পি এস সি দলের বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে না পারলে গ্রুপ থেকে বেরোনো কঠিন হয়ে যাবে। এখবর জানান ত্রিপুরা স্পোর্টস স্কুলের অপর কোচ শুভেনজিৎ সিনহা। তিনি বলেন, এদিন পয়েন্ট ভাগ হাওয়ায় চাপ বাড়লো আমাদের। আজ গ্রুপের শেষ ম্যাচে আমাদের বড় ব্যবধানে জয় পেতেই হবে। নতুবা বিহারের সামনে সুযোগ চলে আসবে পারের রাউন্ডে যাওয়ার। তবে শর্মিলা জমাতিয়া, জেসিকা ঝারা এবং থামপুই ডার্লং যদি সুযোগ গুলো কাজে লাগাতে পারতো তাহলে আমরা পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতাম।