কুমারঘাট ডেস্ক,১২ সেপ্টেম্বর।।
        অভিনব উদ্যোগ। কুমারঘাট আশ্রমপল্লীতে উদ্বোধন হলো “নগর বন”- র। চারা গাছ রোপনের মাধ্যমে বিধায়ক ভগবান দাসের হাত ধরে বৃহস্পতিবার ” নগর বন”- র শুভ সূচনা হয়। ১কোটি ৮৯ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নের নগর বন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নের এক নতুন পালক। এবং এই নগর বন আগামী দিনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় লোকজন।


এদিন ছিলো কুমারঘাট মহকুমা ও ঊনকোটি  জেলা ভিত্তিক ৭৬তম বনমোহৎসব। এই বনমোহৎসবেই _ নগর বন”- র যাত্রা শুরু হয়। গোটা অনুষ্ঠানের আয়োজক ছিল বন দপ্তর।এদিন অনুষ্ঠানে তিনটি স্ব সহায়ক দলের হাতে ১ লক্ষ টাকা করে চেক তুলে দেন বিধায়ক ভগবান দাস। একই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের হাতে সুদৃশ্য ট্রফি ও সংসাপত্র তুলে দেন বিধায়ক।

নগর বন উদ্বোধন করে বিধায়ক ভগবান দাস বলেন, “এই নগর বন কেবল সবুজ পরিবেশ সংরক্ষণের পথ নয়, বরং সাধারণ মানুষের বিনোদন, সুস্থ জীবনযাপন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর পাবিয়াছড়া বিধানসভা ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আর আজকের এই উদ্যোগ সেই অগ্রযাত্রার আরেকটি মাইলফলক।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *