“অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিএমএসবিওয়াই/পিএমজেজেবিওয়াই প্রকল্পের অধীনে ৫ জন নোমিনিকে ২,০০,০০০ টাকার চেক প্রদান , যা প্রকল্পগুলির কার্যকর প্রয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

।।রাজ্যপালের হাত ধরে জন সুরক্ষা ক্যাম্পের উদ্বোধন।।

ডেস্ক রিপোর্টার,২৫ সেপ্টেম্বর।।
          নলছড় আর.ডি. ব্লকের কমিউনিটি হলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক ঐতিহাসিক মেগা জনসুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত, উচ্চ শিক্ষা ও জি.এ.( রাজনৈতিক) দপ্তরের মন্ত্রী  কিশোর বর্মন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর  বিবু প্রসাদ মহাপাত্র, জিলা সভাধিপতি  সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

।নোমিনিদের দুই লক্ষ টাকার চেক প্রদান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিএমএসবিওয়াই ও পিএমজেজেবিওয়াই প্রকল্পের অধীনে ৫ জন নোমিনিকে ২,০০,০০০ টাকার চেক প্রদান , যা প্রকল্পগুলির কার্যকর প্রয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিভিন্ন স্টল পরিদর্শনে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা।

চেক বিতরণ, বিভিন্ন স্টল পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম সমাপ্ত হয়।

অনুষ্ঠানটি শেষ হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক’র কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। এরপর চেক বিতরণ, বিভিন্ন স্টল পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম সমাপ্ত হয়।

এই মেগা জনসুরক্ষা ক্যাম্প প্রমাণ করলো যে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং এটি সামাজিক সুরক্ষা, আর্থিক জ্ঞান এবং গ্রামীণ অন্তর্ভুক্তির অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *