রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের প্রধান কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীন ব্যাংকের স্বর্ণজয়ন্তী (৫০তম প্রতিষ্ঠা দিবস) উদযাপন হয়।

আগরতলা, ২১ ডিসেম্বর।।
         রাজ্যের গ্রামীণ অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক (টিজিবি)। রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের প্রধান কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীন ব্যাংকের স্বর্ণজয়ন্তী (৫০তম প্রতিষ্ঠা দিবস) উদযাপন হয়।
       অনুষ্ঠানে মঞ্চে আসীন ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ও সিকিউরিটি শাখার আইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগরতলার জিএম ও ওআইসি সুরিন্দ্র নিদার, নাবার্ড, ত্রিপুরা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার দিগন্ত কুমার দাস, ত্রিপুরা গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়, দিল্লির জেনারেল ম্যানেজার কৌশিক চট্টোপাধ্যায়।

ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং স্বাগত ভাষণে ব্যাঙ্কের পাঁচ দশকের গৌরবময় যাত্রা ও আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা এবং রাজ্যের গ্রামীণ উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন।


এই উপলক্ষে “৫০ বছরে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের যাত্রাপথ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়, যেখানে ব্যাঙ্কের সাফল্য, মাইলফলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এরপর নাবার্ড, রিজার্ভব্যাঙ্ক, ত্রিপুরা পুলিশ ও রাজ্যের অর্থমন্ত্রী তাঁদের বক্তব্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোক্তা উন্নয়ন, স্বনির্ভরতা এবং স্বনির্ভর গোষ্ঠী (এস এইচ জি) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
  

।সেলফ-হেল্প গ্রুপকে ঋণ প্রদান টিজিবি’র পক্ষ থেকে।

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্যাঙ্কের প্রতিষ্ঠা লগ্নের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা। পাশাপাশি রাজ্যের আটটি জেলার আটজন সফল উদ্যোক্তাকে সংবর্ধিত করা হয়।
  

।ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা প্রদান।

ব্যাঙ্কের পক্ষ থেকে রাজ্যের আটটি জেলার ৮ জন উদ্যোক্তার মধ্যে ৫.৯৭কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।

ক্রেডিট ডেলিভারি পর্বে ব্যাঙ্কের পক্ষ থেকে রাজ্যের আটটি জেলার ৮ জন উদ্যোক্তার মধ্যে ৫.৯৭কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। এছাড়াও ১৩টি স্বনির্ভর গোষ্ঠীকে ১.৩০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়, যা রাজ্যের আর্থিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।একইসঙ্গে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PVJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY)-এর আওতায় ৫ জন দাবিদারের হাতে প্রতীকী ডামি চেক তুলে দেওয়া হয়।


ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের গৌরবময় অতীত, সাফল্য ও ভবিষ্যতের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ৫০তম প্রতিষ্ঠা দিবস।

প্রায় ১৫০০ জনের বিশাল সমাগমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক রূপধারণ করে।শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্বর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের গৌরবময় অতীত, সাফল্য ও ভবিষ্যতের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *