তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ জুলাই।।
একসময় ছিল যখন বর্ষা মানেই ছিল আতঙ্ক—উপজাতি অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়ত ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগ। শিশুর কান্না থেমে যেত অকালে, মায়ের কূল খালি হতো, বৃদ্ধের দেহ ঝরে পড়ত অনাহারে ও বিনা চিকিৎসায়।
ত্রিপুরার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত বিলাইহাম, তীর্থমণি, নোনাছড়া ও কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের গ্রাম গুলোর মানুষজন সেই অভিশপ্ত দিন গুলো’কে আজও ভুলতে পারেননি। তবে পরিবর্তনের হাওয়া বইছে এখন এই জনপদে। জনস্বাস্থ্যে ত্রিপুরা সরকারের ঐকান্তিক উদ্যোগ ও পরিকল্পিত ব্যাবস্থাপনায় তৈরি হয়েছে প্রতিরোধের প্রাচীর।
আর সেই বাস্তব চিত্র নিজে পরিদর্শন করতে বৃহস্পতিবার রাতে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছালেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তিনি খোঁজ নেন ঔষধের মজুত, চিকিৎসা সেবার পরিসর, জরুরি পরিষেবা ও জলবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যাবস্থার। তাছাড়া হাসপাতালের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রোগীদের কষ্ট শুনে তাদের পাশে থাকার আশ্বাস।