ডেস্ক রিপোর্টার,৩০ অক্টোবর।।
সম্প্রতি অপটোমেট্রি সরকারি পরীক্ষা প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করে চাকরি প্রার্থীরা।তারা জানান, পরীক্ষার পরের দিন থেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি পিডিএফ, লিঙ্ক ভাইরাল হয়ে যায়। সেখান থেকে ৭০-৮০ শতাংশ পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। এটা প্রায় অসম্ভব। কারণ পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফেরত নিতে দেওয়া হয়নি এবং কোনও ওএমআর কার্বন কপিও ফেরত দেওয়া হয়নি।
যেহেতু প্রশ্নগুলি কয়েকটি অনলাইন লিঙ্ক ও পিডিএফ থেকে নেওয়া হয়েছে, তাই প্রশ্নপত্রের মানসম্মতকরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। অর্থাৎ গোটা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছে পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, এই বিষয়টি পুনরায় বিবেচনা করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার দাবী জানান তারা।
এবং টি পি এস সি ও জেআরবিটি- র মতো সংস্থাকে দিয়ে পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছে পরীক্ষার্থীরা।

