#Tripura #Agartala#Shyam#sundar #Glitteria#Brand# Zone#Janatar#Mashal

         ‘গ্লিটেরিয়া’ হল শ্যাম সুন্দর কোং
জুয়েলার্সের এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিরের গয়না।


      

গ্লিটেরিয়া আমাদের প্রথম  হিরের গহনার একটি ব্র্যান্ড। এই গয়নার প্রচুর চাহিদা থাকার কথা মাথায় রেখে একদম সাধ্যের মধ্যে দাম রাখা হয়েছে।’ বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা।

আগরতলা, ৪ ফেব্রুয়ারি।।
          আজ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ফ্ল্যাগশিপ শোরুম আগরতলায় উৎসাহ ও আনন্দময় অনুষ্ঠানের মাধ্যমে’গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোনের উদ্বোধন করা হয়। ‘গ্লিটেরিয়া’ হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিরের গয়না যা একজন নারীর প্রতিদিনের কাজের বা অন্য সব মুহূর্তকে উজ্জ্বলতায় ভরিয়ে তোলে।
গ্লিটেরিয়া কালেকশনের উদ্বোধনকে স্মরণীয় করে তোলার উদ্দেশ্যে বিশেষ ১২ দিনের উদ্বোধনী অফারের প্রথম দিনে গ্লিটেরিয়া ব্র্যান্ড জোনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে থাকছে আকর্ষণীয় উপহার, বিশেষ ছাড় আর মেগা লাকি ড্র-এর ব্যবস্থা।

এই অফারে রয়েছে :
হিরের গয়নার ক্ষেত্রে  মজুরিতে ১০০ শতাংশ ছাড়।
সোনার গয়নার ক্ষেত্রে  মজুরিতে ১৫ শতাংশ ছাড়।
প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত  উপহার।
সেইসঙ্গে মেগা লাকি ড্রতে থাকছে একটি হিরের নেকলেস আর তিনটি হিরের নেকচেন।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/tripura-news-shyam-sundar-co-jewelers-celebrate-new-year-with-children/

‘গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোনের উদ্বোধন অনুষ্ঠান আড়ম্বরের সঙ্গে অয়োজন করা হয়। ত্রিপুরার পর্যটন মন্ত্রী,  সুশান্ত চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনিই ‘গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোনের উদ্বোধন করেন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, দর্শনা বণিক, ‘গ্লিটেরিয়া’র গয়না পরে অতিথি ও গ্রাহকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি অনুষ্ঠানে এক বিশেষ চমক যোগ করেন।  শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের তরুণ মুখ মিঠুন দেববর্মা ও খুমজার দেববর্মাও এমনভাবে  অতিথি ও গ্রাহকদের সঙ্গে মিশে যান যে তাঁরাও উৎসাহ নিয়ে সবাইকে ‘গ্লিটেরিয়া’র সম্ভার নিয়ে একটা ধারণা দেবার চেষ্টা করেন।
জনপ্রিয় গায়িকা পারমিতা দেববর্মার পরিবেশিত গান গোটা অনুষ্ঠানে অন্য এক মাত্রা যোগ করে। উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় ভরপুর আনন্দময় এক পরিবেশ তৈরি হয়।

“এখানে এসে ‘গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোন উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।” বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।  যিনি নিজেও একজন যুব আইকন। তিনি আরও বলেন, ‘ত্রিপুরায় আরেকটি ব্র্যান্ডকে তুলে ধরার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে শুভকামনা জানাচ্ছি!’
দর্শনা বণিক, তাঁর ও ‘গ্লিটেরিয়া’ র সৌন্দর্য দিয়ে  অতিথি ও গ্রাহকদের মুগ্ধ করেছেন।মিঠুন এবং খুমজার ত্রিপুরার তরুণদের সাথে সংযোগ স্থাপন করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


গ্লিটেরিয়া আমাদের প্রথম  হিরের গহনার একটি ব্র্যান্ড। এই গয়নার প্রচুর চাহিদা থাকার কথা মাথায় রেখে একদম সাধ্যের মধ্যে দাম রাখা হয়েছে।’ বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো বলেন, ‘ আমরা এই হিরের গয়না নিয়ে এসেছি যাতে একজন নারীর প্রতিদিনের মুহূর্তগুলো তা সে কর্মক্ষেত্রে হোক বা খেলার সময় বা উৎসবের সময়…  সব মুহূর্তগুলো গ্লিটেরিয়া হিরের গয়নার উজ্জ্বল দুতিতে ভরে যায়।’

‘গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোনটি এমন এক প্রদর্শনী যা স্টোরে ঝলমলিয়ে উঠবে।’- অর্পিতা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘গ্লিটেরিয়া’ ব্র্যান্ড জোনটি এমন এক প্রদর্শনী যা স্টোরে ঝলমলিয়ে উঠবে। এই বিশেষ লঞ্চ অফার গ্রাহকদের জন্য একটি আমন্ত্রণ যাতে তাঁরা স্টোরে এসে গয়নাগুলো দেখে এই অফার কাজে লাগাতে পারেন।’
এই বিশেষ লঞ্চ অফারটি ত্রিপুরার (আগরতলা, উদয়পুর আর ধর্মনগর) ও কলকাতার (গড়িয়াহাট, বেহালা আর বারাসাত)  সব শোরুমে ৪ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।জানিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *