#Tripura #Education #TBSE #Exam #Janatar #Mashal।



উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২২ মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে আগামী ১৮ মার্চ।

।।পর্ষদ সচিব দুলাল দে।।

বোর্ড সচিব জানিয়েছেন,  এখনো উচ্চমাধ্যমিকের ৪৯৮টি এবং মাধ্যমিকের ৫২১টি ফরম ফিলাপ বাকি রয়েছে। খুব শীঘ্রই এগুলি ফিলাপ করা হবে এবং আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এডমিট কার্ড।

ডেস্ক রিপোর্টার,১৩ ফেব্রুয়ারি।।
             চলতি মাসেই শুরু হচ্ছে এবছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি। প্রথম দিন হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২২ মার্চ এবং মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে আগামী ১৮ মার্চ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে।

এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নানান কারণে অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। এই কারণে এখনো সম্পন্ন হয়নি ফর্ম ফিলাপ ।তবে তার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সময় বাড়িয়ে দিয়েছে।

।।ফাইল ছবি।।

বোর্ড সচিব জানিয়েছেন,  এখনো উচ্চমাধ্যমিকের ৪৯৮টি এবং মাধ্যমিকের ৫২১টি ফরম ফিলাপ বাকি রয়েছে। খুব শীঘ্রই এগুলি ফিলাপ করা হবে এবং আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এডমিট কার্ড।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে ২১,৪৫০ জন।মাধ্যমিক পরীক্ষায় বসবে ২৯,৬৪৭ জন ছাত্র ছাত্রী।

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে ২১,৪৫০ জন।মাধ্যমিক পরীক্ষায় বসবে ২৯,৬৪৭ জন ছাত্র ছাত্রী।এবং  চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেন্ট্রাল রয়েছে ৬০টি । ভেন্যু ৩৭১টি   মাধ্যমিক পরীক্ষা হবে ১৪৫টি ভেন্যুতে। এবং সেন্টার ৬৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *