ডেস্ক রিপোর্টার, ২৩ অক্টোবর।।
দুই ভাড়াটিয়া নারীর রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তাক্ত একজন। জখম মহিলার নাম রূপা দেববর্মা। অভিযুক্ত রিয়া দেববর্মা। ঘটনাস্থল বোধজং নগর থানার অন্তর্গত বনিক্য চৌমুহনী ভাড়া বাড়িতে। পুলিশ অভিযুক্ত রিয়াকে গ্রেফতার করেছে।
বনিক্য চৌমুহনীস্থিত এক বাঙালি বাড়িতে ভাড়া থাকতো রূপা দেববর্মা নামে এক জনজাতি মহিলা। তার পাশের ঘরেই ভাড়া থাকে রিয়া দেববর্মা নামে এক জনজাতি যুবতী। মঙ্গলবার দুইজনের মধ্যে ঝামেলা বাধে। এক সময় যুবতী রিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রূপাকে। রক্তাক্ত অবস্থায় রূপা মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনা দেখে চিৎকার শুরু করেন বাড়ির মালিক। তিনিও মহিলা। ছুটে আসে আশপাশ এলাকায় লোকজন ও পুলিশ। রক্তাক্ত অবস্থায় রূপাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে রিয়াকে। কেন এই ঘটনা? পরিষ্কার ভাবে জানেন না বাড়ির মালিক।

