বিলোনিয়া ডেস্ক, ১৭ ডিসেম্বর।।
স্ত্রীর হাতে রক্তাক্ত বিলোনিয়া কৃষি দপ্তরের সহকারী অধিকর্তা। নাম সন্দীপ চক্রবর্তী। স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে রান্না ঘরের দরজা বন্ধ করে দেয় স্ত্রী। ঘটনা মঙ্গলবার রাতে কৃষি দপ্তরের সরকারি কোয়ার্টারে। বুধবার সকালে পরিচারিকা বাড়িতে এসে রান্না ঘরের দরজা খুলে সন্দীপকে উদ্ধার করে। এবং তাকে নিয়ে যাওয়া হয় হাসপতালে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সন্দীপ চক্রবর্তীর অভিযোগ, প্রায়শই তার স্ত্রী ঘরে ঝামেলা করে। স্ত্রীর উপরে কথা বললেই নাকি ঝামেলা আরো দ্বিগুণ হয়। পরিবারিক ঝামেলার সূত্র ধরেই মঙ্গলবার রাতে ফের তার স্ত্রী আক্রমণ করে ছুরি দিয়ে। সন্দীপ চক্রবর্তীর স্ত্রীর অভিযোগ, ঘরের পরিচারিকার সঙ্গে তার সম্পর্ক আছে। এই কারণেই নাকি ক্ষিপ্ত হয়ে মহিলা আক্রমণ করেন তার স্বামীকে।

