ডেস্ক রিপোর্টার, ৫ জানুয়ারি।।
গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে বাড়ছে শীতের প্রচন্ড কামড়। প্রতিদিন নামছে পারদ। আবাহওয়া একেবারেই মন্দ। এই পরিস্থিতিতে কচিকাঁচাদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।পরিস্থিতির গুরুত্ব অনুধাবন রাজ্যের শিক্ষা দপ্তর সমস্ত সরকারী – বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ঠান্ডা আবহাওয়ারর কারণে মঙ্গলবার থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত।

