ডেস্ক রিপোর্টার, ১লা মার্চ।।
মাদক কারবারের মৃগয়া ক্ষেত্র আগরতলা রেল স্টেশন। ফের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার এক মহিলা মাদক কারবারী। তার নাম পায়েল ঠাকুর।বাড়ি বিহারের মুরাদাবাদ গ্রামে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৫কেজি ৯৮৫গ্রাম শুকনো গাঁজা। এই গুলি রাখা ছিলো একটি পিট্টু ব্যাগে। সঙ্গে ছিলো মহিলার ছোট একটি মেয়ে। জিআরপি ওসি তাপস দাসের কথায়, পুলিশের জিজ্ঞাসাবাদ ধৃত মহিলা পায়েল ঠাকুর আসামে পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলো।তবে আগরতলা রেল স্টেশনে এই ঘটনা নতুন নয়।মাদক পাচারকারীরা বারবার রেল স্টেশনকে ব্যবহার করছে করিডোর হিসাবে। পায়েল ঠাকুরের কাছ থেকে উদ্ধার করা গাঁজা রাজ্যের কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে? কারা পুরো ঘটনার সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।
