ডেস্ক রিপোর্টার,১৭ এপ্রিল।।

                        মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত অটোতে শ্লীলতাহানী করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। তার নাম রজেশ আচার্য (৪০)। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

।।বিজ্ঞাপন।।

    পুলিশ জানিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জিবি থেকে অটোতে উঠে। যাত্রীবাহী অটোতে থাকা অপর যাত্রী রাজেশ আচার্য মেয়েটির সঙ্গে বাজে আচরণ করে। হাত দেয় তার শরীরে।মেয়েটি প্রতিবাদ করতেই তাকে নানা রকম অঙ্গভঙ্গি করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি সাহস করে রাজেশ আচার্যের অঙ্গভঙ্গি মোবাইলে রেকর্ড করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করে দেয়।বিষয়টি নজরে আসে তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোরের। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন। এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মুখ্যমন্ত্রীর পোস্ট

পুরো ঘটনা সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তেল খাওয়া মেশিনের মতো দৌড়ঝাঁপ গুরু করে অভিযুক্ত রাজেশ আচার্যকে গ্রেফতার করতে। শেষ পর্যন্ত পুলিশ রাতভর সন্ধানের পর বৃহস্পতিবার সকালে জালে তুলে।

।।বিজ্ঞাপন।।

           রাজ্যের সাধারণ মানুষ সহ নেটিজেনরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান।অবশ্যই পুলিশকেও। তবে রাজধানীতে নানান অপরাধ ঠেকানোর জন্য পুলিশকে আরো যে সতর্ক হতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

#tripura #chief# minister# police #jm24


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *