কৈলাসহর ডেস্ক, ৭ অক্টোবর।।
দাদার মৃত্যুর দায়ে গ্রেফতার ভাই। সঙ্গে অবশ্যই ভাইয়ের স্ত্রী। ধৃতরা হলো সঞ্জীব পাল ও দীপ্তি মজুমদার। মঙ্গলবার সকালে কৈলাসহর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। ভাইপো রাজীব পালের অভিযোগ মূলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ঘটনা কৈলাসহর থানার উত্তর গোবিন্দপুরের ৭ নম্বর ওয়ার্ডে।
মৃত দাদা রণদীর পালের ছেলে রাজীব পালের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তার বাবা ও কাকা সঞ্জীব পালে মধ্যে জমির সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। জল গড়ায় আদালতেও। সোমবার লক্ষ্মীপুজোর দিনে বৃষ্টি হওয়ার কারণে উঠোনে জল জমেছিল ।এই জল পরিষ্কার করছিলেন রণধীর পাল। রাজীব পালের কথায়, এ সময় তার কাকা সঞ্জীব পাল বাবা রণধীর পালকে উঠোনের জল পরিষ্কারে বাধা দেন। এই ঘটনার সূত্র ধরে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সঞ্জীব পাল তার দাদা রণধীর পালকে মারধর করে। তখনই দাদা রণধীর মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়না তদন্তের পর পুলিশ রণধীর পালের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়।
বাবার মৃত্যুর জন্য কাকা সঞ্জীব পাল ও কাকিমা দীপ্তি মজুমদারকে অভিযুক্ত করে স্থানীয় থানায় মামলা(৪৭/২০২৫) দায়ের করেন রাজীব পাল। পুলিশ তাদের বিরুদ্ধে বিএনএস- র ১০৩(১)/৩(৫) ধারায় মামলা রুজু করেন। এই তথ্য জানিয়েছেন, কৈলাসহর থানার পুলিশ আধিকারিক উজ্জল চৌধুরী।
