ডেস্ক রিপোর্টার, ১১অক্টোবর।।
সম্প্রতি হিন্দি সিনেমার কায়দায় চলন্ত বাইক থেকে গুণ্ডা বাহিনী আক্রমণ করেছিলো একটি ইকো গাড়িতে। রাস্তায় গাড়ি থামিয়ে চালককে প্রচন্ড ভাবে মারধর করেছিল।ঘটনার সময় সামনেই ছিল পুলিশ। দিন দুপুরে এই বীভৎস ঘটনা সংগঠিত হয়েছিল বিশ্রামগঞ্জের দেওয়ানবাজার এলাকার মূল সড়কে। ঘটনার সময় উপস্থিত বিশ্রামগঞ্জ থানার বীরপুঙ্গব পুলিশ দুষ্কৃতীদের কিছুই করতে পারে নি।দুষ্কৃতীরা পুলিশের সামনেই ভর রাজপথে ইকো গাড়ির চালককে হত্যার চেষ্টা করে।গাড়িতে থাকা মহিলা ও শিশুদের আত্ম চিৎকারও গুন্ডাদের কর্ণকুহরে পৌঁছায় নি।
মুহূর্তেই এই গুণ্ডারাজের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহার। তিনি সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য নির্দেশ দেন পুলিশকে। মুখ্যমন্ত্রীর গুতো খেয়ে তেল খাওয়া মেশিনের মতো দৌড়ঝাঁপ শুরু করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।বিপদের আঁচ বুঝে অপরাধীরাও গা ঢাকা দেয়। এই ঘটনার সঙ্গে জড়িত বাপ্পা দেবনাথ নামে এক দুষ্কৃতী পুলিশের হাত থেকে বাঁচার জন্য আগরতলার একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল। শেষ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় গুন্ডা বাপ্পা দেবনাথকে আগরতলা থেকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিক।
